প্রথমেই একটা ব্যাড জোক। আশা করি, যারাই এই জোকসটি পড়বেন, তারা এটার বিস্তৃতি রোধ করবেন এবং জনে জনে এটা বলে বেড়াবেন না। সবচেয়ে ভালো হয়, আস্তে করে স্মৃতি থেকে এই জোকসটি সরিয়ে দিতে পারলে। রাজকুমারের বাবার নাম ছিল রসময় বিশ্বাস এবং মায়ের নাম সর্বংসহা দেবী। দুর্জনেরা এভাবে প্রশ্ন করে থাকে- জনক যদি হয় রসময়, আর জননী সর্বংসহা, সন্তান তবে কি রাজকুমার হবে না?